রোজদিন ডেস্ক :- শুক্রবার জামিন পেয়েছেন আরজি কর কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। এই দুই ব্যক্তির জামিনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে উত্তাল হল রাজ্য। এদিন কংগ্রেসের পক্ষ থেকে সিবিআই-এর ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলা হয়। ঘেরাও করা হয় কলকাতায় সিবিআই-এর দপ্তর নিজাম প্যালেস। কংগ্রেসের ঘেরাও অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ এবং কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। প্রতিবাদে নিজাম প্যালেসের সামনে অবস্থান বিক্ষোভে বসে কংগ্রেস।
এদিন সকালে কংগ্রেসের তরফে নিজাম প্যালেস ঘেরাও করা হয়। বিক্ষোভকারীদের সঙ্গে তুমুল বচসা বাধে পুলিশের। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের বাধার মুখে পড়ে সিবিআই দফতর নিজাম প্যালেসের সামনে বসে পড়েন কংগ্রেস কর্মী-সমর্থকরা। সেখান থেকে তাঁরা স্লোগান তোলেন, ‘তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না।’
অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে কলেজস্ট্রিটে বিক্ষোভ দেখাচ্ছে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই। এছাড়াও সকাল থেকেই রাস্তায় নেমেছে এসইউসিআই।
প্রসঙ্গত উল্লেখ্য, তিলোত্তমার মৃত্যুর পর কেটে গিয়েছে ৯০ দিনেরও বেশি। কিন্তু এখনও সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সিবিআই চার্জশিট জমাই দিতে পারেনি। তাই গতকাল জামিন পান দু’জনেই। যা নিয়েই গর্জে উঠেছে কংগ্রেস। সিবিআইয়ের ভূমিকা নিয়ে রীতিমত ক্ষিপ্ত রাজনৈতিক মহল। অন্যদিকে, জুনিয়ার চিকিৎসকরাও সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।
Be the first to comment