আইপ্যাকের অফিসে ইডি হানা, মুখ্যমন্ত্রীর যাওয়া নতুন চিত্রনাট্য : তোপ শুভংকর সরকারের

Spread the love

রোজদিন ডেস্ক : আই প্যাকের অফিসে ইডি হানা, এই খবর পেয়ে মুখ্যমন্ত্রীর যাওয়া ইত্যাদি সবই নতুন চিত্রনাট্য বলে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার। আজ সকালে আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি-র হানা দেওয়া নিয়ে দুন্ধুমার বাধে। খবর পেয়ে প্রথমে দ্রুত প্রতীক জৈনের বাড়ি ও পরে সল্টলেকে তাঁর অফিসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দৃশ্যত রুষ্ট, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী দুই জায়গা থেকেই প্রচুর ফাইল নিয়ে বেরোন ও ইডি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে তীব্র আক্রমণ শানান।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, রাজ্যে কত জায়গায় ইডি অভিযান হয়, তখন তো মুখ্যমন্ত্রী যান না! কেন উনি ওখানে গেলেন প্রশ্ন তোলেন তিনি। বলেন, এর আগে প্রধানমন্ত্রী যখন বিমানে যাচ্ছিলেন, তখন তাঁর লাগেজ আটকানো হয়েছিল।
আজ মুখ্যমন্ত্রী যখন প্রতীক জৈনের বাড়ি গেলেন ইডি তাঁকে আটকালো না কেন, প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সাংবাদিক দের বলেন, এরপর দিনভর এই খবরই চলবে! একে বাইনারি রাজনীতি বলে তিনি জানান।

বলেন, গ্যাস, ওষুধ, চাল ইত্যাদির দাম বাড়লে কেন কেউ কিছু বলছেন না? বাংলাভাষীদের যখন ওড়িশা-সহ বিভিন্ন রাজ্যে হেনস্থা, অত্যাচার করা হয়, ওড়িশায় তরুণ জুয়েল রানা-কে পিটিয়ে মারা হয়, তখন কি হয়?
শুভংকর সরকারের আরও অভিযোগ, শামসেরগঞ্জে যখন কংগ্রেসের বৃদ্ধি হচ্ছে, তখন ও এই ধরনের ঘটনাই হয়েছিল। এই সবই দুই দলের ( বিজেপি, টিএমসি)-র নতুন চিত্রনাট্য বলে তিনি মন্তব্য করেন।
সমাজমাধ্যমে কংগ্রেস রাজ্যের শাসক দলকে তোপ দেগে বলে, সারদা, নারদা, শিক্ষক নিয়োগ দুর্নীতি ইত্যাদি নানা দুর্নীতির ঘটনায় টিএমসি-র নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছে, অনেকে গ্রেফতার ও হয়েছেন, সাধারণ মানুষ এই সব ভোগ করছেন, রাজ্য সরকারের অবক্ষয় হয়েছে বলে মন্তব্য করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*