সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে, অভিযোগ শিক্ষানুরাগী মঞ্চের

Spread the love

রোজদিন ডেস্ক : সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে বলে অভিযোগ উঠলো শিক্ষকদের সমাবেশে। আজ  শিক্ষানুরাগী মঞ্চের ডাকে কলকাতায় এক সমাবেশে এই অভিযোগ করে তাঁরা এর বিরুদ্ধে জোরদার লড়াই-এর আহবান জানান।

নন টেট শিক্ষকদের চাকরি সুনিশ্চিত করা, মাদ্রাসা-সহ অবসরপ্রাপ্ত শিক্ষকদের রাজ্য স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনা, বকেয়া মহার্ঘভাতা মেটানো, সপ্তম বেতন কমিশন গঠন ইত্যাদি দাবিতে আজ দল মত নির্বিশেষে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তাঁরা। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী-সহ শিক্ষক আন্দোলনের বিশিষ্ট নেতাদের উপস্থিতিতে সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষার দাবি ওঠে।

গত মাসে নন টেট শিক্ষকদের টেট দেওয়া নিয়ে শীর্ষ আদালতের রায়ে রাজ্যের শিক্ষক মহল ও উদবিগ্ন। অবিলম্বে এই বিষয়ে কেন্দ্রকে অধ্যাদেশ জারি করে তাঁদের চাকরি সুনিশ্চিত করার দাবি করেন তাঁরা। পরে তাঁদের দুটি প্রতিনিধি দল নবান্ন ও রাজভবনে গিয়ে দাবিপত্র পেশ করেন।

নবান্নে মুখ্যমন্ত্রীকে লেখা দাবিপত্রে তাঁরা নন টেট শিক্ষকদের চাকরি সুনিশ্চিত করার লক্ষ্যে শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিলের আর্জি জানান। এই ছাড়া সব শিক্ষক দের রাজ্য স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনা, বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দেওয়া, সপ্তম বেতন কমিশন গঠনেরও দাবি করেন।

রাজ্যপালকে পেশ করা স্মারকলিপিতে তাঁদের দাবিগুলি নিয়ে রাজ্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানান তাঁরা।

সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারীর নেতৃত্বে এই প্রতিবাদ ও দাবি সমাবেশে বহু শিক্ষক অংশ নেন। প্রথমে নবান্নর কাছে মন্দিরতলায় সমাবেশের ডাক দেওয়া হলেও প্রশাসনের অনুমতি না মেলায় ধর্মতলায় এই বিক্ষোভ সমাবেশ হয়।

মুখ্যমন্ত্রীকে লেখা স্মারকলিপির প্রতিলিপি  মুখ্যসচিব, অর্থ সচিবকেও  দিয়েছেন তাঁরা। আশা সরকার উপযুক্ত ব্যবস্থা নেবেন।

ছবি : প্রতীকী

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*