রোজদিন ডেস্ক, কলকাতা:- দুবাইয়ের উইকেটে কৃপণ বোলিং ভারতীয় স্পিনারদের। বিপক্ষের একের পর এক উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। সমান তালে স্পিনের জাদু দেখালেন অক্ষর, কুলদীপ ও জাদেজা। পাত্তাই পেল না কিউইরা। দুবাই স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছাল টিম ইন্ডিয়া। হাইব্রিড মডেল অনুসারে ৪ মার্চ ভারত দুবাইয়ে সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এদিন প্রথমে ব্যাট করে ভারত ৯ উইকেট হারিয়ে করে ২৪৯ রান। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস থেমে যায় ২০৫ রানে। ভারত ম্যাচ জিতে যায় ৪৪ রানে। ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী একাই নিলেন ৫টি উইকেট।
ম্যাট হেনরির দুর্ধর্ষ বোলিং কিউইদের অসাধারণ ফিল্ডিংয়ের কাছে বড় রানের স্কোর করতে ব্যর্থ হয় ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা তৃতীয় বার টস হারলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন। অর্থাৎ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম বার আগে ব্যাট করে ভারত। এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে সাজঘরে ফেরেন শুভমান গিল। ম্যাট হেনরির একটি বলে এলবিডব্লিউ হন গিল। কাইল জেমিসনের বলে পুল মারতে গিয়ে আউট হন রোহিত শর্মা। ১৫ রান করে ফিরলেন ভারত অধিনায়ক। ২২ রানেই দ্বিতীয় উইকেট হারায় ভারত। হেনরির বলে ১১ রান করে আউট হন কোহলি। ঝাঁপিয়ে পড়ে অসাধারণ ক্যাচ ধরেন ফিলিপ্স।
এরপরেই ৯৮ রানের জুটি গড়েন শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেল। ২৫তম ওভারে ১০০ পার করে ভারত। রাচিন রবীন্দ্রের বলে ভুল শট খেলে আউট হলেন অক্ষর। ৭৯ রানের মাথায় ও’রৌরকির বলে ফিরলেন শ্রেয়স। ১৭২ রানে পঞ্চম উইকেট হারায় ভারত। মিচেল স্যান্টনারের বলে ২৩ রানের মাথায় আউট হন রাহুল। ৪৩তম ওভারে ২০০ রান পার করে ভারত। ৪৫ রান করে ফিরলেন হার্দিক পান্ডিয়া। কেন উইলিয়ামসনের দুরন্ত ক্যাচে আউট হন জাদেজা। ১৬ রান করেছেন তিনি। ৯ উইকেট হারিয়ে ২৪৯ রানে শেষ হল ভারতের ইনিংস। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এদিন তুলে নিলেন ভারতের ৫টি গুরুত্বপূর্ণ উইকেট।
জয়ের জন্য ২৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলের ১৭ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয় নিউজিল্যান্ডের। কিউই ব্রিগেডে প্রথম আঘাত হানেন হার্দিক পান্ডিয়া। পান্ডিয়ার বলে থার্ড ম্যানে অক্ষরের হাতে ক্যাচ দিয়ে ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন রাচিন রবীন্দ্র। পেস অ্যাটাক থামিয়ে রোহিত জাদেজা ও বরুণ চক্রবর্তীকে নিয়ে আসেন অ্যাটাকে। এতেই দ্বিতীয় সাফল্য মেলে ভারতের। বরুণের বলে বোল্ড হন উইল ইয়ং। ১৯ রান করে আউট হয়ে যান ইয়ং। ৯৩ রানে তৃতীয় উইকেট হারাল নিউজিল্যান্ড। ১৭ রান করে কুলদীপ যাদবের বলে আউট হন মিচেল। ২৬তম ওভারে ১০০ রান পার করে কিউইরা।
৭৭ বলে অর্ধশতরান করে দলের রানকে এগিয়ে নিয়ে যান উইলিয়ামসন। রবীন্দ্র জাদেজার বলে ১৪ রান করে আউট টম লাথাম। ১৩৩ রানে চতুর্থ উইকেট হারাল নিউজিল্যান্ড। ১২ রান করে বরুণের বলে আউট হন ফিলিপ্স। ১৫১ রানে পঞ্চম উইকেট হারায় নিউজিল্যান্ড। মাইকেল ব্রেসওয়েলকেও ফেরালেন বরুণ। ২ রানে আউট হলেন তিনি। ১৫৯ রানে ষষ্ঠ উইকেট পড়ল নিউজিল্যান্ডের। একাই লড়াই করছিলেন উইলিয়ামসন। ৮১ রান করে অক্ষর প্যাটেলের বলে আউট হলেন তিনি। মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরিকেও আউট করলেন বরুণ। পাঁচ উইকেট নিলেন তিনি। ২০৫ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ৪৪ রানে জয় হাসিল করে ভারত।

Be the first to comment