রোজদিন ডেস্ক : একশো দিনের কাজ নিয়ে আদালত অবমাননা করছে কেন্দ্র, সুপ্রিম কোর্টের শুনানিতে সোমবার এমনই অভিযোগ করল রাজ্য সরকার। তাঁদের অভিযোগ, কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু করেনি৷ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ১০০ দিনের কাজ প্রকল্পে রাজ্যের বকেয়া বিপুল অঙ্কের টাকা আটকে রেখেছে। এদিন সুপ্রিম কোর্টে কড়া ভাষায় এই অভিযোগ করেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল ও মুরলিধর।।
বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে সোমবার এই অভিযোগ করেন তাঁরা। তাঁরা আরও বলেন, কেন্দ্র আদালত অবমাননা করেছে৷ এখন যে কোনও উপায়ে আদালত অবমাননা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে৷ বাংলায় মনরেগা কার্ড হোল্ডাররা তাঁদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হচ্ছেন৷ এর ফলে খেটে খাওয়া মানুষই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ তাদের রোজগার বন্ধ হয়ে গিয়েছে৷ এই অভিযোগ শোনার পরে দুই বিচারপতি জানান দিওয়ালির ছুটির পরে ২৭ অক্টোবর তাঁরা এই মামলার শুনানি করবেন৷ গত ১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে মনরেগা প্রকল্পের আওতায় ১০০ দিনের কাজ শুরু করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পাল্টা মামলা করে কেন্দ্রীয় সরকার৷ সেই মামলার শুনানিতেই সোমবার এই অভিযোগ তোলেন রাজ্যের আইনজীবীরা।

Be the first to comment