মাসানুর রহমান,
বিদেশের মাটিতে আজ এক অত্যন্ত গর্বের দিন। ইংল্যান্ডের মাঠে আজ দুই বাংলা মিললো রবি ঠাকুরে৷ ‘জনগণমন’ এবং ‘আমার সোনার বাংলা’ দুই দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় প্রতিটি ভারতবাসী ও বাংলাদেশের মানুষের ছলছল করে ওঠে দুচোখ।
আজ খেলার আগে বার্মিংহ্যামের স্টেডিয়াম জুড়ে বেজে উঠল ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত ৷ বেজে উঠল ‘জনগণমন’, অন্যদিকে বেজে উঠল বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ ৷ এই দুটি গানই লিখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ৷ সেই বিশ্ব কবির গানেই বিশ্বকাপে আজ এক বিরল মুহূর্ত ৷ দুই মানুষ যেন আজ অন্যভাবে মিললো রবি ঠাকুরে।
Be the first to comment