রাজ্যের নাম বদল নিয়ে কেন্দ্রের পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর প্রশ্ন, এতদিনেও কেন নাম বদল হল না? কেন সংবিধান সংশোধনে গড়িমসি করা হলো? উল্লেখ্য, পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব ফের খারিজ করে দিয়েছে কেন্দ্র ৷ নাম বদল করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, রাজ্যসভায় জানিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ৷ যার নির্যাস, রাজ্যের প্রস্তাবিত ‘বাংলা’ নাম খারিজ করে দেওয়া হল ৷ কেন্দ্রের বক্তব্য জানার পরেই ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
উল্লেখ্য, ২০১৮ সালের জুলাই মাসে রাজ্যের নাম বদলের প্রস্তাব পাস হয় বিধানসভায় ৷ প্রস্তাব পাসের পর তত্কালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মমতা ফোনে বলেছিলেন, ‘রাজ্যের আবেগ জড়িয়ে৷ দ্রুত অনুমোদন দিন৷’ সে বার রাজনাথ মমতাকে আশ্বাস দেন, বিষয়টি দেখছে কেন্দ্র৷ রাজ্যকে কেন্দ্র জানিয়েছিল, তিন ভাষাতেই এক ধরনের নাম দিতে হবে৷ অন্যথায় প্রশাসনিক জটিলতা তৈরি হবে ৷ এরপরই তিন ভাষায় ‘বাংলা’ নামের প্রস্তাব পাঠায় কেন্দ্র ৷
এই প্রসঙ্গে রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ২০১৬ সালে প্রথমে রাজ্যের নাম বদলের কথা ওঠে। বাংলা ভাষার ক্ষেত্রে ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ ও হিন্দিতে ‘বঙ্গাল’ নামের প্রস্তাব রাখা হয়। কিন্তু কেন্দ্রের তরফে সেই প্রস্তাব বাতিল করার পর একটি মাত্র নামের কথা বলা হয়। তখনই ‘বাংলা’ নামের প্রস্তাব দেওয়া হয়।
Be the first to comment