রোজদিন ডেস্ক : আজ সোমবার। কোজাগরী লক্ষ্মীপুজো। এই উপলক্ষে রাজ্যে সরকারি ছুটি। বেসরকারি ক্ষেত্রেও ছুটির হাওয়া। তাই ব্লু লাইন বা দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরাম রুটে পরিষেবায় কাটছাঁট করল মেট্রো। তবে অরেঞ্জ, ইয়ালো, গ্রিন ও পার্পল লাইনে অপরিবর্তিত থাকবে পরিষেবা। মেট্রোর তরফে জানানো হয়েছে, ব্লু লাইনে লক্ষ্মীপুজোর দিন আপ ও ডাউন মিলিয়ে ২৩৬টি মেট্রো চলবে। তবে দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।

Be the first to comment