রোজদিন ডেস্ক : বাংলাদেশের গত বছর গণ আন্দোলনে ৬৩ জন শিশু ও শহিদ হয়েছিল বলে দাবি করলেন BNP নেতা তারেক রহমান। একটি সাক্ষাতকারে তিনি পূর্বতন আওয়ামী লিগের সরকারের আমলে তাঁদের পরিবার, সমর্থকদের ওপর কিভাবে অত্যাচার, আক্রমণ হয়েছে তার বিশদ বর্ণনা দেন। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রবাসী পুত্র তারেক রহমান বাংলাদেশের আগামী বছর নির্বাচনে অংশও নেবেন বলে জানান। তাঁর মা প্রাক্তন সরকারের আমলে প্রবলভাবে অত্যাচারিত হওয়ার অভিযোগ তুলে বলেন, যে সুস্থ মা কে তিনি রেখে গেছিলেন, এখন তিনি প্রচণ্ড অসুস্থ। শারীরিক মানসিক ভাবে বিধ্বস্ত। কারাবন্দি অবস্থায় তাঁর ওপর অনেক জুলুম করা হয়েছে।
খালেদা জিয়ার আমলে প্রবল দুর্নীতির অভিযোগ নিয়ে বিএনপি নেতা বলেন, আওয়ামী লিগ সরকার চালানোর পর তাঁরা ক্ষমতায় এসেছিলেন।পূর্বসূরীর দুর্নীতির দায় তাঁদেরও বহন করতে হয়েছিল। তবে বিএনপি আমলে সব কিছু যে ভাল ভাবে চলেনি তা স্বীকার করেন তিনি। দলের বেনোজল দূর করে যথা সম্ভব আমজনতার জন্য কাজ করবেন বলে জানান। আওয়ামী লিগের আমলে পাহাড় প্রমাণ দুর্নীতি, গুম খুন, গণতান্ত্রের কন্ঠরোধ ইত্যাদির অভিযোগ করে তাঁর দাবি, তাঁদের আমলে এই সব হয়নি। ভবিষ্যতেও হবে না।

Be the first to comment