রোজদিন ডেস্ক : কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালের সুপার চিকিৎসক জয়ন্ত সরকারকে আক্রমণ করে জখম করার গুরুতর অভিযোগ উঠলো। অভিযোগ, স্থানীয় একটি নার্সিং হোমের মালিক তাঁকে মারধোর করেন। সিএমওএইচ এর মদতে এই ঘটনা হয় বলে চিকিৎসকদের সংগঠন এএইচএসডি অভিযোগ করেছে। সংগঠন এর এক প্রতিনিধি দল এই ভয়ংকর চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে আজ নদীয়ার এডিএম ইজাজ আহমেদের সঙ্গে দেখা করেন। তাঁরা জেলার পুলিশ সুপারের ওখানেও গেছিলেন, তবে তাঁর সঙ্গে দেখা হয়নি।
এএইচএসডি-র সাধারণ সম্পাদক চিকিৎসক উৎপল ব্যানার্জির অভিযোগ, ওখানকার সিওএমএইচ মদ্যপ। নীতিহীন, অপরাধ প্রবণ।
শক্তিনগর হাসপাতালের সুপার জয়ন্ত সরকার এর মত কর্তব্যনিষ্ঠ চিকিৎসক এর ওপর শারীরিক নিগ্রহের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে তাঁরা স্বাক্ষর সংগ্রহ করে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দেন।

Be the first to comment