১০টা

Spread the love
  1. তামিলনাড়ুতে পদপিষ্ট হয়ে মৃত ৩১ জন। কারুরে থালাপতি বিজয়ের র‍্যালিতে পদপিষ্ট। প্রধানমন্ত্রী সমবেদনা জানালেন। বললেন, এই দুর্ঘটনা দুর্ভাগ্যজনক।
  2. সকালে রোদ বৃষ্টির লুকোচুরি, রাত বৃষ্টিবিহীন। পঞ্চমীতে প্যান্ডেলে প্যান্ডেলে জনস্রোত, উত্তর থেকে দক্ষিণ। উত্তরের ঠাকুর দেখা মানেই বাগবাজার সর্বজনীন। ১০৭ বছরে পা রেখেছে। সাবেক প্রতিমা দৃষ্টি নন্দন। প্যান্ডেলে থিমের ছোঁয়া, স্বামীনাথন মন্দিরের আদলে প্যান্ডেল। হাতিবাগান সর্বজনীন এ বাঙালি ফরাসি শিল্পীদের যুগলবন্দিতে কলকাতার ঘাট। দক্ষিণের সুরুচি সংঘের থিম আহুতি আছে বিপ্লবীদের আত্ম বলিদান এর কথা। খুবই মনোগ্রাহী এই প্যান্ডেল ও প্রতিমা। দক্ষিণের আরো একটি উল্লেখযোগ্য পুজো হলো চেতলা অগ্রণী। ৩৩ বছরে পা রাখল এটি। থিম সভ্যতার আদি রূপ।
  3. দিল্লির চিত্তরঞ্জন পার্ক মানে, মিনি কলকাতা। এখানকার একটি পুজো মণ্ডপের থিম সোনার কেল্লা। সুবর্ণজয়ন্তী বর্ষে কো-অপারেটিভ পূজো গ্রাউন্ডের উদ্বোধন হলো রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের দ্বারা ।ছিলেন স্থানীয় বিধায়ক শিখা রায়। সত্যজিৎ রায় কে স্মরণ করে সোনার কেল্লা তৈরি করেছেন এঁরা। মন্ডপ ও প্রতিমা উভয়ই অত্যন্ত সুন্দর।
  4. পুজোর আনন্দের মধ্যে একটু খারাপ খবর। লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ারে পুলিশি হেনস্থা। অপারেশন সিন্দুর করেছেন এরা। লাইট অ্যান্ড সাউন্ড শো অত্যন্ত সুন্দর ।কিন্তু মুচিপাড়া থানা নোটিশ পাঠালো। এই সংস্থাকে। সংস্থার কর্তাদের থানায় ডেকে পাঠানো হয়। বিরক্ত পূজো উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ বলেন যদি লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ হয়, তাহলে পুজোই বন্ধ করে দেব। অকাল নিরঞ্জন হবে সন্তোষ মিত্র স্কোয়ারে, বলেন তিনি।
  5. পঞ্চমীর সকালেই ঘোষণা হয়ে গেল বিশ্ব বাংলা শারদ সম্মান। রাজ্য সরকারের তরফে কলকাতা ও শহরতলীর ১১৪টি পুজোকে সম্মান জানানো হলো। নন্দন চারে অনুষ্ঠিত বিশ্ব বাংলা শারদ সম্মানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান সচিব শান্তনু বসু, ডিরেক্টর অফ কালচারস কৌশিক বসাক প্রমুখ।
  6. বৃষ্টি কি ভিলেন হবে পুজোর কটা দিন? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল তাই। তবে বর্তমানে শোনা যাচ্ছে অষ্টমী অবধি বৃষ্টির তাণ্ডব ততটা থাকবে না। নবমী, দশমী ও তারপরে তুমুল বৃষ্টির সম্ভাবনা।
  7. প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার পুজোয় শুভেচ্ছা জানালেন সকলকে। তিনি এবং এআইসিসির সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর আগামীকাল বেশ কয়েকটি পুজো মণ্ডপ যাবেন। এর মধ্যে আছে, হাওড়ায় স্বাস্থ্য ও সংস্কৃতি সংসদ, জাতীয় সেবা দল, বেহালায় সাবর্ণ রায় চৌধুরীর বাড়ির পুজো, মুদিয়ালি, নিমতলা সর্বজনীন প্রভৃতি।
  8. ফাঁসি দেওয়ায় ত্রিমূর্তি সংঘের পুজোয় হর্ষবর্ধন শৃংলা। এখানকার থিম ও অপারেশন সিঁদুর। লোকের ঢল নেমেছে মণ্ডপে।
  9. ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উদ্যোক্তাদের এবার ভারত। দিল্লিতে আজ হলো উদ্বোধন। সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাই উদ্যোক্তা এবং খেলোয়ারদের। ইচ্ছাশক্তি ও চেষ্টা থাকলে যে কতটা করা যায় তা প্রতিফলিত হয় এর মাধ্যমে।
  10. পুজোর আনন্দের ভেতর বিষাদের অন্ধকার। চন্দননগর পটুয়া পাড়া থেকে ঠাকুর আনতে গিয়েছিলেন পোলবার শংকরবাটি গ্রামের বারোয়ারি পূজোর সদস্যরা। ঠাকুরের সঙ্গেই ছিল আরো একটি গাড়ি। তাতে চালক-সহ ছিলেন ৬ জন। দুর্ঘটনায় সেই গাড়ির তিনজন নিহত, আহত আরো তিনজন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*