- ২৯ সেপ্টেম্বর থেকে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আফগানিস্তানের তালিবান সরকার।
- লন্ডনে তছনছ মহাত্মা গান্ধির মূর্তি! সঙ্গে ভারত-বিরোধী বার্তা।
- ‘জুবিনের মোবাইল কোথায়? শেষমুহূর্তে ঠিক কী ঘটেছিল?’, তদন্তের দাবি চেয়ে CID-র দ্বারস্থ পরিবার
- ভোরে মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু হয় অষ্টমী পুজো। মহাষ্টমীর পুজোয় ভক্তের ঢল। রীতি মেনে বেলুড়মঠে চলছে কুমারীপুজো
- সন্তোষ মিত্র স্কোয়ারে শুধুই মানুষের ভিড়
- সুরুচি সঙ্ঘের পুজোয় ঢাক বাজালেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব
- থিমের যুগে আজও ভিড় টেনে চলেছে সাবেকি পুজো একডালিয়া এভারগ্রিন
- শোভাবাজার রাজবাড়িতে এসে বাংলায় শুভেচ্ছাবার্তা সি ভি আনন্দ বোসের
- আজ ৩০ সেপ্টেম্বর উত্তর আন্দামান সাগরে একটি উচ্চ বায়ু ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ১ অক্টোবর, নবমীর দিন উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর ফলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
- দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার আকড়া মাদ্রাসা বাজারের মিটার ঘরে বিধ্বংসী আগুন। সপ্তমীর সন্ধ্যায় জনবহুল এলাকায় মিটার ঘরে অনেক ও গুলিমিটার থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারী ও এলাকার মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে।

Be the first to comment