বাংলাদেশের নির্বাচন, দেখতে আসবেন ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিরা

Spread the love

রোজদিন ডেস্ক : প্রতিবেশী বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে বিদেশের বিভিন্ন দেশও কৌতুহলী। ইউরোপীয় ইউনিয়নের ১৫০ জন প্রতিনিধি এই নির্বাচন দেখতে আসবেন। এই বিষয়ে গতকাল ওই দেশের নির্বাচন কমিশনের পদস্থ আধিকারিকদের সঙ্গে তাঁদের প্রতিনিধির আলোচনা হয়েছে। দফায় দফায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ওখানে আসবেন বলে জানা যায়।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস বিদেশে খুবই পরিচিত মুখ। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি উন্নয়ন-এ তাঁর ভূমিকা খুবই প্রশংসিত ছিল। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ রাজনীতির অঙ্গনে তেমন জনপ্রিয়তা অর্জন করতে না পারলেও তাঁর নেতৃত্বে বাংলাদেশের নির্বাচন দেখতে আগ্রহী বিদেশিরাও।
অন্যদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ওখানকার আভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমেই তপ্ত হচ্ছে। বিশেষত আওয়ামী লিগের সদস্যদের ধরপাকড় অব্যাহত। গতকাল দুই প্রাক্তন সাংসদ সহ এই দলের ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যা নিয়ে চাপা উত্তেজনা দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*