রোজদিন ডেস্ক : আজ মঙ্গলবার।পবিত্র মহাষ্টমী। মণ্ডপে মন্ডপে সকাল থেকে শুরু হয়ে গিয়েছে অঞ্জলি। ঢাকের আওয়াজ, অঞ্জলির মন্ত্রোচ্চারণ, সব মিলে আজ বাংলা উৎসবমুখর। সকালেই সোশ্যাল মিডিয়ায় সবাইকে মহাষ্টমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুভেচ্ছা জানানোর পাশাপাশি এবারের পূজোর অ্যালবাম থেকে নিজের লেখা ও সুর করা শিল্পী মনোময় ভট্টাচার্যের গাওয়া একটি গান সকলের সঙ্গে ভাগ করে নেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন —-
“দেশের সেরা বাংলা
বিশ্বসেরা বাংলা
মাতৃময়ী মা বাংলা
কর্মময়ের বাংলা ”
সকলকে জানাই মহাষ্টমী’র আন্তরিক শারদ শুভেচ্ছা।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং মনোময় ভট্টাচার্যের গাওয়া একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।
মুখ্যমন্ত্রীর পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিন সবাইকে মহাষ্টমীর শুভেচ্ছা জানান।

Be the first to comment