রোজদিন ডেস্ক : “পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে ও হচ্ছে বড়,, ” গত বছর অভয়া কান্ডে এই কথা ছড়িয়ে গেছিল সমাজ মাধ্যম সহ সর্বত্র, আজ বিশিষ্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্র সেই স্মৃতি উসকে দিয়ে সমাজমাধ্যমে প্রশ্ন তুললেন,”আজকের দিনের সবচেয়ে ভয়ংকর বাস্তব # ওয়েস্ট বেঙ্গল পুলিশ আপনারা এখনও কি চুপ থাকবেন? “

প্রসঙ্গত, গতকালই এক নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে গতকালই হাড়োয়া থানার পুলিশ পিতা-পুত্র-কে গ্রেফতার করেছে। নির্যাতিতার বাবা পুলিশে কর্মরত বলে খবর। ধৃতরা ইউটিউবার হিসাবে পরিচিত। রিল বানানোর নামে নাচ গানে পারদর্শী মেয়েটিকে তারা দিনের পর দিন ধর্ষণ করেছে। এই কথা সামনে আসতে বিভিন্ন মহলে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন পুলিশের কন্যাও যদি এই রকম নির্যাতনের শিকার হয়, সাধারণ মানুষের কি হবে?
এর ই মাঝে শাসক দলের প্রবীণ সাংসদ সৌগত রায় ও মহিলাদের রাতে বেরোনো উচিত নয় বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন।
দুর্গাপুরের মেডিকেল ছাত্রীর গণধর্ষণের ঘটনায় তাঁর এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।
সৌগতবাবু মহিলাদেরও সতর্ক থাকতে বলেন। গতকালই মেয়েরা রাতে বাইরে কেন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তাঁর কথা বিকৃত করা হয়েছে বলে উত্তরবঙ্গে গিয়ে তিনি দাবি জানালেও বিতর্ক অব্যাহত।
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিরিজু আজ তাঁকে কটাক্ষ করে সমাজমাধ্যমে পোস্ট করেন। প্রচার মাধ্যমকে কটাক্ষ করে বলেন, এমন কথা বিজেপির কেউ বললে উদারপন্থী সাংবাদিকরা কত কি বলতেন!! আসলে ওঁরা উদার না অনুদার বলে মন্তব্য করেন তিনি।

Be the first to comment