রোজদিন ডেস্ক : জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে প্রতি বছর শোভাযাত্রার দিন বেশ কিছুক্ষনের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। তবে এই বছর সরবরাহ সচল রেখেই হবে শোভাযাত্রা। এমনটাই সিদ্ধান্ত হয়েছে প্রশাসনিক বৈঠকে। জগদ্ধাত্রী পুজোয় লক্ষ লক্ষ মানুষের ঢল নামে হুগলির চন্দননগর, মানকুণ্ডু এবং ভদ্রেশ্বরে। এবার পুজোয় আরও বাড়তি নিরাপত্তা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল। পুজো কমিটির সদস্য ছাড়াও চন্দননগর রবীন্দ্রভবনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, ভদ্রেশ্বরের পুরপ্রধান প্রলয় চক্রবর্তী, বিদ্যুৎ দফতর ও প্রশাসনিক আধিকারিকরা। অনলাইনে কিভাবে মিলবে পুলিশের অনুমতি সেটিও এদিন পুজো কমিটির উদ্যোক্তাদের দেখিয়ে দেওয়া হয়।
চন্দননগরের জগদ্ধাত্রী শোভাযাত্রায় এবার আর বিদ্যুৎ বন্ধ হবে না। বিদ্যুৎ দফতরের রিজিওনাল ম্যানেজার মধুসূদন রায় জানান, দুবছর আগে আন্ডারগ্রাউন্ড কেবল বসানোর কাজ শুরু হয়েছিল সেই কাজ শেষ হয়েছে। এইবছর তাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা চালু থাকবে। মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, চন্দননগরের জগদ্ধাত্রী শোভাযাত্রা শুধুমাত্র চন্দননগরের গর্ব নয় গোটা বিশ্বের গর্ব। শোভাযাত্রা দেখতে আসা দর্শনার্থীদের জন্য এর আগে চন্দননগরে ভালো থাকার জায়গা ছিল না। বর্তমানে পর্যটন দফতর কেএমডিএ পার্কে ভালো থাকার জায়গা করে দিয়েছে, যার নাম রাখা হয়েছে আলো রিসর্ট। পাশাপাশি ১০৪ কোটি টাকা ব্যায়ে মাটির তলা দিয়ে বিদ্যুতের লাইন বসানোর কাজ প্রায় শেষের দিকে। এ বছর পুজোর সপ্তমীর আগেই সম্ভবত মুখ্যমন্ত্রীর হাত ধরেই এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

Be the first to comment