রোজদিন ডেস্ক : কলকাতার আকাশে সকাল থেকে ঘন মেঘ। কোথাও হালকা বৃষ্টি, কোথাও বজ্রপাত। বৃহস্পতিবার ভোর থেকেই ঝিরঝিরে বৃষ্টি চলেছে শহরে। রোদের দেখা নেই। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, সারাদিনই একই আবহাওয়া থাকতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, অন্তত তিন দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দুর্যোগ অব্যাহত থাকবে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে। বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার সেই তালিকায় যুক্ত হবে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বাঁকুড়াও। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ও সোমবারও কিছু জেলায় বৃষ্টির তীব্রতা বজায় থাকতে পারে।

Be the first to comment