রোজদিন ডেস্ক:- মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে জয় বিজেপি নেতৃত্বাধীন মহাজুটির। মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস নেতৃত্বাধীন মহা বিকাশ আঘাড়ি। মহাজুটিতে বিপুল সংখ্যক আসনে জয়ী হয়েছে বিজেপি। দলের জয়ের পরই মহারাষ্ট্রের সদর দফতরে হাজির হয়ে মারাঠা জনতার উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বক্তব্যের ছত্রে ছত্রে বিরোধীদের নিশানা মোদীর।
জয় ভবানী স্লোগান দিয়ে ভাষণ শুরু করেন মোদী। মহারাষ্ট্রে বিকাশ ও সুশাসনের উন্নয়ন জিতেছে, মিথ্যে, ছলনার পরাজয় হয়েছে বলে মন্তব্য মোদীর। বিরোধীদের নিশানা করে মোদী বলেন, “বিভাজনকারীরা হেরে গিয়েছে। নেতিবাচক রাজনীতি হেরে গিয়েছে।” জোট শরিক একনাথ শিন্ডে, অজিতে পাওয়ারেরও প্রশংসা নরেন্দ্র মোদীর।
উত্তরপ্রদেশ, বিহার-সহ রাজ্যে রাজ্যে উপনির্বাচনের প্রসঙ্গও টানেন মোদী। নাম ধরে ধরে সব রাজ্যের কথা বললেও বাংলার কথা শোনা গেল না মোদীর মুখে। বাকি রাজ্যে বিজেপির ভালো ফলের প্রশংসা করেন মোদী।
এরপরই ভাষণে ঝাড়খণ্ডের ফলাফলের কথা বলেন মোদী। ৮১ আসনের ঝাড়খণ্ডে ৫৬ আসনে এগিয়ে জয় নিশ্চিত করেছে হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। পিছিয়ে পড়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। মোদী বলেন, “ঝাড়খণ্ডের মানুষকেও আমি প্রণাম জানাই। ঝাড়খণ্ডের উন্নয়নের জন্য আরও বেশি করে কাজ করব।”
মহারাষ্ট্রে মহাজুটির জয়কে ঐতিহাসিক বলে বর্ণনা করলেন প্রধানমন্ত্রী। ইতিহাসে এই প্রথম বিজেপি নেতৃত্বাধীন কোনও জোটকে পরপর ক্ষমতায় এনেছে কোনও রাজ্য, দাবি মোদীর। ৫০ বছরের ইতিহাসে কোনও জোটের জন্য এটা সবচেয়ে বড় জয় বলে ব্যাখা করেছেন মোদী। মহারাষ্ট্রের মানুষ কংগ্রেসের মিথ্যে প্রতিশ্রুতি খারিজ করে দিয়েছে বলে কটাক্ষ মোদীর। তিনি আরও বলেন , “যাঁরা তোষণের রাজনীতির পেছনে দৌড়ায়, মানুষ তাঁদের চিনে ফেলেছে। মহারাষ্ট্রের জনাদেশই স্পষ্ট করে দিয়েছে সেটা।” বক্তব্যের সিংহভাগ জুড়েই কংগ্রেসকে আক্রমণ শানালেন মোদী।
Be the first to comment