প্যাডম্যানের পর এবার আইয়ারি। পাকিস্তানে আবারও নিষিদ্ধ করা হল ভারতীয় ছবি। ভারতীয় সেনার উপর তৈরি নীরজ পান্ডের ছবি আইয়ারি মুক্তি পাচ্ছে না পাকিস্তানে। আইয়ারি ছবির বিষয়টি অনুমোদন পায়নি। আইয়ারির প্রযোজকদের তরফেও এর সত্যতা স্বীকার করা হয়েছে। তবে, এই প্রথমবার নয়, এর আগেও পাকিস্তানে ব্যান করা হয়েছে নীরজ পান্ডে পরিচালিত ছবি। বেবি ও নাম শাবানা নামে নীরজের দু’টি ছবির বিষয় নিয়েও আপত্তি ছিল পাকিস্তানি সেন্সর বোর্ডের। তাই, ওই দেশে ছবি দু’টির মুক্তি আটকে দেওয়া হয়।
সিদ্ধার্থ মালহোত্রা ও মনোজ বাজপেয়ি অভিনীত আইয়ারি আসলে সেনাবাহিনী ও প্রশাসনের অভ্যন্তরিণ দুর্নীতি নিয়ে তৈরি ছবি। এই ছবিতে দুই সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ ও মনোজ। ভারতেও শুরুর দিকে এই ছবির মুক্তি নিয়ে কিছু সমস্যা ছিল। তবে, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন ও প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ছবিটি দেখার পর কিছু পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়। সেই মতো কিছু বিষয় বদল করেন পরিচালক। আর তারপর শুক্রবারই রিলিজ করে আইয়ারি।
Be the first to comment