কেন্দ্রীয় কর্মীদের DA, দাবি উঠলো রাজ্যেও

Spread the love

রোজদিন ডেস্ক : উৎসবের মরসুমে কেন্দ্রীয় কর্মীদের ডি এ বৃদ্ধি পাওয়ার খবরে রাজ্য সরকারি কর্মীদেরও DA বৃদ্ধির দাবি জোরদার হোল। আইএনটিইউসি প্রভাবিত কর্মী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ নেতা মলয় মুখার্জি বলেন, কেন্দ্রীয় কর্মীদের ডিএ বৃদ্ধির ফলে রাজ্য কর্মীদের সংগে ফারাক বেড়ে হোল ৪০%.। সপ্তম পে কমিশন এর সুপারিশ অনুযায়ী কেন্দ্র তাদের দেয় ডিএ-র কোটা সম্পুর্ন করেছে। পক্ষান্তরে রাজ্য সরকার যতক্ষণ কেন্দ্রের মত তাঁদের প্রাপ্য ডিএ না দিচ্ছেন, এখানে নয়া পে কমিশন ও গঠন করা যাবে না। ক্ষুব্ধ মলয় মুখার্জি বলেন, তাঁরা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন পান। কিন্তু রাজ্য সরকার প্রাপ্য ডিএ না দিলে এখানে সপ্তম বেতন কমিশন গঠন দূর অস্ত। প্রাপ্য ডিএ-র দাবিতে শীর্ষ আদালতে মামলা চলছে। তাঁরা আশাবাদী শীর্ষ আদালতে তাঁরা সুবিচার পাবেন।
কেন্দ্রীয় কর্মীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্তের প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে অন্তত ১০% ডিএ দেওয়ার দাবি জানালেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। সংগঠন এর সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় এখানে সব থেকে কম ডিএ দেওয়া হয়। এখানে ডিএ নিয়ে রাজনীতি করা হয়, প্রাপ্য টাকা দেওয়া হয় না। কিংকর অধিকারী অবিলম্বে শিক্ষক ও সরকারি কর্মীদের ১০% ডিএ দেওয়ার দাবি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*