রোজদিন ডেস্ক : গাজায় লাগাতার গণহত্যা, ত্রাণবাহী জাহাজের বহর ফ্লোটিলাকে আটকানো ইত্যাদির প্রতিবাদে আজ পথে নামলেন বামপন্থীরা। রবীন্দ্র সদন থেকে শুরু হওয়া এই প্রতিবাদ মিছিলের পুরোভাগে ছিলেন বামফ্রন্ট সভাপতি বিমান বসু সহ বিশিষ্ট বাম নেতারা।
ইজরাইল যেভাবে গাজাকে ধ্বংস করছে তার নিন্দায় মুখর ছিলেন তাঁরা। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে প্রবীণ বাম নেতা বিমান বসু বলেন, ১৯৫৪ সালে বান্দুং সম্মেলনে এই ভারতই বলেছিল, কোন দেশ অন্য দেশের বিষয়ে নাক গলাতে পারবে না। বর্তমান সরকারের আমলে প্রবল দক্ষিণপন্থী রাজনীতির জন্য দেশ সেই অবস্থান থেকে সরে এসেছে। দক্ষিণপন্থীরা মানুষের মুক্তি সংগ্রামকে পছন্দ করে না বলে তিনি মন্তব্য করেন।
আজ এই মিছিলে ভারতের জাতীয় পতাকার পাশে প্যালেস্টাইন এর পতাকাও দেখা যায়।
বহু সাধারণ মানুষও এই মিছিলে সামিল হন।
ধর্মতলায় শেষ হওয়া এই মিছিলে সংক্ষিপ্ত সভায় সিপিএম নেতা সুজন চক্রবর্তী ইজরায়েল আক্রমণে বিধ্বস্ত গাজার আমজনতার অবর্ননীয় দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। প্রায় ৫০ বছর আগে এই কলকাতাতেই ধ্বনিত হয়েছিল ভিয়েতনামের মুক্তি যুদ্ধের সমর্থনে বহু মানুষের কন্ঠস্বর। সেই দিনগুলির স্মৃতিচারণা করেন সুজন চক্রবর্তী। বলেন আমেরিকা, ইজরায়েল যৌথ হামলার কাছে এই লড়াই মাথা নত করবে না।

Be the first to comment