রোজদিন ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। কাতার সরকারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার রাতেই তাঁর পুত্রবধূ লন্ডন থেকে আসার কথা। তিনি শুক্রবার খালেদা জিয়াকে নিয়ে যাবেন৷
প্রসঙ্গত গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া হাসপাতালে আছেন। তাঁর শারীরিক পরিস্থিতি র অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিন, লন্ডন থেকে আসা চিকিৎসকরা তাঁকে দেখছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য প্রার্থনা করে বার্তা দিয়েছেন।

Be the first to comment