রোজদিন ডেস্ক : মহাকাশযানের চালক হিসেবে পাড়ি দিয়েছিলেন মহাকাশে। সেখানে গিয়ে বাকিদের সঙ্গে ১৪টা দিন কাটিয়ে এসেছেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র বা স্পেস স্টেশনে। সওয়াশো কোটি ভারতবাসীর মধ্যে এমন আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। কেমন ছিল সেই অভিযান, কেমন ছিল স্পেস স্টেশনের দিনগুলি, শোনার জন্য অপেক্ষায় শহর কলকাতা। আর কলকাতাবাসীকে নিজের মুখে সেই গল্পই এবার শোনাতে আসছেন স্পেস স্টেশনে কয়েকদিনের বাসিন্দা একমাত্র ভারতীয় শুভাংশু শুক্লা। ভারতের মহাকাশ অভিযান প্রকল্প ‘গগনযান’ এর অন্যতম সদস্য হিসেবে গত জুলাই মাসে স্পেস এক্স ও নাসার যৌথ অভিযান অ্যাক্সিয়োম ৪ প্রকল্পের দৌলতে স্পেস স্টেশনে গিয়েছিলেন শুভাংশু। ২ সপ্তাহ সেখানে কাটিয়ে পরীক্ষা নিরীক্ষা সেরে নিরাপদে ফিরে আসেন শুভাংশু। সেই গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার পা পড়তে চলেছে এই শহরে। আগামী ১০ ডিসেম্বর ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের আমন্ত্রনে আসছেন তিনি। সেখানে নিজের অভিজ্ঞতা শোনানোর পাশাপাশি বিজ্ঞানী ও কিছু পড়ুয়ার সঙ্গে প্রশ্নোত্তর পর্বেও অংশ নেবেন তিনি। রাতটা সেনা আবাসে কাটিয়ে পরদিনই বেঙ্গালুরু ফিরে যাবেন। তারজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে শহরে।

Be the first to comment