রোজদিন ডেস্ক, কলকাতা:- দুর্ঘটনায় জখম তরুণের মৃত্যুকে কেন্দ্র করে আরজিকর হাসপাতালে উত্তেজনা। জানা গেছে গতকাল রাতে বিধাননগর ও দমদম স্টেশনের মাঝে দক্ষিণদাঁড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন ২১ বছরের গোপাল বণিক। তাদের অভিযোগ, আরজিকর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে আনার পর নিরাপত্তারক্ষী জানান আগে টিকিট করাতে হবে।
এদিকে মাথা ও মুখ থেকে রক্তক্ষরণ হলেও বিনা চিকিৎসায় ওই তরুণকে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় বলে অভিযোগ। এর মধ্যেই তরুণের মৃত্যু হলে পরিবারের লোকজন হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাসপাতালে মোতায়েন পুলিশ ও CISF পরিস্থিতি সামাল দেয়। বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ এখনও পর্যন্ত দায়ের হয়নি।

Be the first to comment