ফের শেয়ার বাজারে বড়সড় ধস। মঙ্গলবার বাজার খুলতেই ১২০০ পয়েন্ট পড়ল সেনসেক্স। নিম্নমুখী নিফটিও। সূচক নামল ৪০০ পয়েন্টে। মার্কিন শেয়ার বাজার ওয়াল স্ট্রিটে রেকর্ড পতনের ধাক্কা এসে পড়ল এশিয়ার শেয়ার বাজারেও। পতন দেখা গেল সেনসেক্স-নিফটিতে। ঘটনার ফলে বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে প্রায় ৫,৪০,০০০ কোটি টাকা ৷
এদিন সেনসেক্স ১২৫০ পয়েন্ট পড়ে ৩৩,৪৮২.৮১ খোলে। অন্যদিকে ২৯০.০৫ পয়েন্ট পড়ে ১০, ৩৭৬.৫০ খোলে নিফটি ৷ অ্যামেরিকার শেয়ার বাজার রেকর্ড পরিমাণ ধসের জেরে প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও। ২০১১ সালের পর এই প্রথম এত বড় ধস দেখল আমেরিকার শেয়ার বাজার ৷
Be the first to comment