রোজদিন ডেস্ক :- আরজি কর কাণ্ডের পর দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন জহর সরকার। ছেড়ে দিয়েছিলেন রাজ্যসভায় সাংসদের পদ। এবার জহরের ছেড়ে যাওয়া আসনে রাজ্যসভার মনোনয়ন পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সাংসদ হিসাবে আরও ১৫ মাসের মেয়াদ বাকি ছিল জহর সরকারের। সংসদের উচ্চকক্ষে সেই শূন্য আসনেই এবার ঋতব্রতকে প্রার্থী করল রাজ্যের শাসকদল তৃণমূল। শনিবার দুপুরে দলের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এই ঘোষণা করা হয়। এরপরই তাঁকে শুভেচ্ছা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
This recognition is truly well-deserved, reflecting the tireless effort @RitabrataBanerj has invested in strengthening the organization and advocating for trade union workers across WB. While it may take time but commitment, performance and hard work are always rewarded in the… https://t.co/6DcM1D5LrZ
— Abhishek Banerjee (@abhishekaitc) December 7, 2024
তৃণমূলের কংগ্রেসের (TMC) পক্ষ থেকে এদিন সামাজিক মাধ্যমে লেখা হয়েছে, ‘আসন্ন রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হচ্ছে। ওঁকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব, উনি রাজ্যসভায় তৃণমূলের যোগ্য উত্তরাধিকার বহন করবেন এবং প্রত্যেক ভারতীয়ের অধিকারের কথা বলে যাবেন।’
রাজ্যসভায় ঋতব্রতকে পাঠানো নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘যোগ্য নির্বাচন হয়েছে। রাজ্য জুড়ে দলের সংগঠনকে শক্তিশালী করা এবং ট্রেড ইউনিয়নের কর্মীদের জন্য তিনি নিরলস পরিশ্রম করেছেন। সময় লাগতে পারে, কিন্তু পরিশ্রমের দাম সবসময়ই পাওয়া যায়।’
প্রসঙ্গত উল্লেখ্য, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ করে প্রকাশ্যে মুখ খুলেছিলেন জহর সরকার। এরপর চলতি বছরের সেপ্টেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে পদ ছাড়েন তিনি। জহর সরে যেতেই জল্পনা শুরু হয়, তাঁর জায়গায় কাকে বেছে নেবেন তৃণমূল সুপ্রিমো? এদিন সেই আসনেরই প্রার্থীর ঘোষণা হয়ে গেল।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের ১৬টি রাজ্যসভার আসনের মধ্যে একটি আসন খালি হওয়ার কারণে ২০ ডিসেম্বরে ভোট ঘোষণা করা হয়েছে। বাংলা-সহ দেশের চার রাজ্যে হবে নির্বাচন।
Be the first to comment