রোজদিন ডেস্ক : দুর্গোৎসবের মতো বিজয়া সম্মিলনীও বাংলা ও বাঙালি সংস্কৃতির অঙ্গ। দুর্গা কার্নিভালের পর রাজ্য জুড়ে জেলা থেকে ব্লক স্তরে বিজয়া সম্মিলনী পালন করছে তৃণমূল কংগ্রেস। রবিবার একইদিনে গোটা রাজ্যে ১০০টি বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে দলের তরফে। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেও বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। বিষ্ণুপুরের আমতলায় সাংসদ কার্যালয়ে বিকেল ৪টে থেকে শুরু হবে এই অনুষ্ঠান। সাংসদ ছাড়াও উপস্থিত থাকবেন জেলা ও স্থানীয় নেতৃত্ব।

Be the first to comment