এলগার পরিষদ মামলা, দীর্ঘ পাঁচ বছর পর জামিন পেলেন প্রাক্তন অধ্যাপক হানি বাবু

Spread the love

রোজদিন ডেস্ক : এলগার পরিষদ মামলায় দীর্ঘ পাঁচ বছর বিনা বিচারে কারাবন্দি দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক হানি বাবুকে জামিন দিলো বম্বে উচ্চ আদালত। বিচারপতি অজয় এস গড়করি ও বিচারপতি আর আর ভোঁসলের ডিভিশন বেঞ্চ আজ তাঁর জামিন মঞ্জুর করেন। এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হবে।
এই মামলার তদন্তকারী সংস্থা এনআইএ এই নির্দেশের ওপর স্থগিতাদেশের আবেদন করলেও বিচারপতিরা তা খারিজ করে দেন। ২০২০ সালের ২৮ জুলাই হানি বাবু গ্রেফতার হয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পুনেয় এলগার পরিষদের সমাবেশে উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ ওঠে। এই প্রেক্ষিতে পরদিন পুনের কাছে ভীমা কোরেগাঁওতে হিংসাত্মক ঘটনা হয়। পুনে পুলিশের দাবি ছিল, এলগার পরিষদের বক্তাদের উস্কানিমূলক বক্তব্য এর জন্য দায়ী। মাওবাদীদের সমর্থনপুষ্টরা সেখানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ ওঠে। এরপর একের পর এক বিশিষ্ট ব্যক্তি গ্রেফতার হন। তাঁদের মধ্যে ঝাড়খন্ডের বিশপ স্ট্যান স্বামীর কারাবন্দি অবস্থায় মৃত্যু হয়। এখন অবধি বেশ কয়েকজন জামিনে মুক্ত হয়েছেন। তদন্তকারী সংস্থা অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণও দিতে পারেনি।
এই মামলা নিয়ে একাধিক মানবাধিকার সংগঠন সমালোচনায় মুখরও হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*