রোজদিন ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য চিন, লন্ডন থেকে চিকিৎসকরা ঢাকায় এসেছেন। বুধবার চিনের এক চিকিৎসক দল তাঁর জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন।গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া হাসপাতালে আছেন। ২৭ নভেম্বর তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
সূত্রের খবর, চরম সংকটাপন্ন খালেদা জিয়াকে সুস্থ করতে দেশ বিদেশের চিকিৎসকদের নিয়োজিত করা হয়েছে। ভারত, চিন পাকিস্তান, কাতার, সৌদি আরব, ব্রিটেন ইতিমধ্যে তাঁর চিকিৎসা সহায়তায় হাত বাড়িয়েছেন। দেশ বিদেশের বহু মানুষ তাঁর জন্য উদ্বিগ্ন।

Be the first to comment