পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. প্রবল বর্ষণে বিপর্যস্ত নেপাল। টানা বৃষ্টিতে নেপালের পাহাড়ি ও উপত্যকা অঞ্চল বিপর্যস্ত। ভূমিধস, আকস্মিক বন্যা ও তুষারপাতের জেরে একাধিক রাস্তা বন্ধ, ব্যাহত যান চলাচল।
  2. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরেও গাজায় ফের বোমা ফেলল ইজরায়েল। বোমা বিস্ফোরণে এখনও পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর মিলেছে।
  3. জার্মানির মিউনিখ বিমানবন্দরে চাঞ্চল্য। বিমানবন্দরের আকাশে ফের দেখা গেল সন্দেহজনক ড্রোন। এর জেরে সাময়িক বন্ধ উড়ান পরিষেবা। আটকে সাড়ে ছ-হাজারের বেশি যাত্রী।
  4. অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে দু’পক্ষকেই হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর কড়া বার্তার পরই ইজরায়েলের পণবন্দিদের মুক্তি দিতে রাজি, ঘোষণা হামাসের।
  5. সাম্প্রতিক শুল্ক বিতর্কে ফের নয়াদিল্লির হয়ে আসরে রুশ নেতা ভ্লদিমির পুতিন। নাম না করে আমেরিকাকে উদ্দেশ্য করে বললেন, ‘ভারত অন্যের কাছে আত্মসম্মান বিসর্জন দেবে না’।
  6. ছত্তিশগড়ের বস্তার জেলাকে আগামী ৩১ মার্চের মধ্যে মাওবাদী মুক্ত করতে চায় কেন্দ্র। এর জন্য শনিবার স্থানীয় দান্তেশ্বরী মন্দিরে প্রার্থনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  7. গায়ক জুবিন গর্গের মৃত্যু নিয়ে রহস্য ক্রমশ দানা বাধছে। ধৃত একজন অভিযোগ করেছেন৷ ওই দিন সংগঠক ও ম্যানেজার জুবিনকে বিষ দিয়েছিলেন। ঘটনার দিন তাদের আচরণও স্বাভাবিক ছিল না, বলেই দাবি।
  8. ইজরায়েল ও হামাসের লড়াই বন্ধে ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, বন্দি মুক্তির উদ্যোগ অত্যন্ত কার্যকরী একটি পদক্ষেপ। ভারত সবসময় এর পাশে আছে।
  9. মুর্শিদাবাদের রেজিনগরে বোমা বিস্ফোরণ-কাণ্ডে এক যুবকের মৃত্যুর অভিযোগ। ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দূরে উদ্ধার হয় যুবকের দেহ।
  10. দুর্গা প্রতিমা বিসর্জন নিয়ে দু-দলের বচসা। বেশিরভাগই ছিলেন মদ্যপ অবস্থায়। থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ। গ্রেফতার তিনজন। টিটাগড়ের ঘটনা।
  11. নিজের ধান জমিতে কীটনাশক স্প্রে করছিলেন। আচমকা বজ্রপাত, আর তাতেই মৃত্যু হল এক কৃষকের। হুগলির আরামবাগের ঘটনা।
  12. রবিবার রেড রোডে হতে চলেছে দুর্গা কার্নিভাল। এর সঙ্গে শেষ হবে কলকাতার দুর্গাপুজোর নিরঞ্জন পর্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া এই কার্নিভাল এবছর দশম বর্ষে পা দিল।  প্রতিবারের মতো এবারও বিশ্ব বাংলা শারদ সম্মান পাওশা পুজোগুলি অংশ নেবে এই শোভাযাত্রায়।
  13. রবিবার বিকেল সাড়ে চারটা থেকে শুরু হবে কার্নিভাল। মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন মন্ত্রী, সচিব৷ কলকাতার নগরপাল, টলিপাড়ার তারকা, কবি, সাহিত্যিক, চিত্রপরিচালক থেকে  ক্রীড়াবিদরা। সাংস্কৃতিক পরিবেশনা, থিম-ভিত্তিক শোভাযাত্রা, নাচগান ও প্রতিমা প্রদর্শনের মধ্য দিয়ে দুর্গা কার্নিভাল যেন এক মহোৎসব।
  14. প্রতিমা বিসর্জনে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের। আলিপুরে হাইটবারে ধাক্কা লেগে মৃত্যু হল বেহালার ওই যুবকের। বৃহস্পতিবার দশমীর ঘটনা।
  15. ৬ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বর্ধমান-দুর্গাপুর শাখায় ইন্টারলকিংয়ের কাজের জন্য বাতিল বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন। চিন্তায় নিত্যযাত্রীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*