বস্তারকে মাওবাদী মুক্ত করতে প্রার্থনা অমিত শাহের

Spread the love

রোজদিন ডেস্ক : মাওবাদী অধ্যুষিত বস্তারকে এর থেকে মুক্ত করতে দান্তেশ্বরী মন্দিরে প্রার্থনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।  আগামী বছর  ৩১ মার্চের মধ্যে  দেশকে মাওবাদী মুক্ত করতে তাদের বিরুদ্ধে জোরদার অভিযানে নেমেছে কেন্দ্র। সুযোগ পেলেই নিকেশ করা হচ্ছে তাঁদের। বিজেপি শাসিত ছত্তিশগড়ের বস্তার দেশের অন্যতম মাওবাদী অধ্যুষিত অঞ্চল। সেখানকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গতকাল রাতে রায়পুর গেছেন অমিত শাহ। আজ সকালে তিনি বস্তারের জগদলপুরের মা দান্তেশ্বরী মন্দির দর্শনে যান। সেখান থেকে বেরিয়ে জানান, বস্তারকে নক্সালপন্থা থেকে মুক্ত করার লক্ষ্যে নিরাপত্তা বাহিনী কে শক্তি দিতে তিনি দেবীর কাছে প্রার্থনা করেছেন।

মাওবাদীরা আজ বিকেলে জগদলপুরের সভায় তাঁর সঙ্গে আলোচনার প্রস্তাব পাঠিয়েছিলেন, তাও খারিজ করেছেন অমিত শাহ। তাঁর একটাই কথা, মাওবাদীদের সামনে আত্মসমর্পণই একমাত্র পথ!

ছত্তিশগড়ে তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ওখানকার সামগ্রিক পরিস্থিতি ও পর্যালোচনা করেন।

দেশকে মাওবাদী মুক্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই জোরদার অভিযান চলছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সাড়ে চারশোর বেশি মাওবাদী নিহত  হয়েছেন। এর মধ্যে ৮০%, এর বেশিই বস্তার ডিভিশনের সাতটি জেলায়। এর মধ্যে বাসবরাজ-সহ মাওবাদীদের বেশ কয়েকজন শীর্ষ নেতাও আছেন। চাপে পড়ে বস্তার-সহ সারা দেশেই  মাওবাদীদের আত্মসমর্পণ বাড়ছে বলে দাবি সরকারের। এমন কি তাদের যে কোন রকম আলোচনার প্রস্তাবও পত্রপাঠ খারিজ করা হচ্ছে।

বস্তার-সহ মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে জোরদার নিরাপত্তা অভিযান এর পাশে তাঁদের মূল স্রোতে ফেরার লক্ষ্যে নানা পুনর্বাসন প্রকল্পও নিয়েছে সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*