শান্তি বার্তার আবহে ফের গাজায় হামলা ইস্রায়েলের, নিহত ৬

Spread the love

রোজদিন ডেস্ক : আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শান্তি বার্তার কয়েক ঘন্টার মধ্যেই ফের গাজায় বোমাবর্ষণ করলো ইস্রায়েল। এতে প্রাণ হারালেন ৬ জন। গাজা শহরের একটি বাড়িতে বোমার আক্রমণে চার জন ও খান ইউনুসে একই ভাবে ২ জন প্রাণ হারান। ইস্রায়েলের এই অতর্কিত হামলায় বিস্মিত সব মহল। গাজায় শান্তি ফেরাতে হামাস ও ইস্রায়েল উভয় পক্ষই আগ্রহী বলে ট্রাম্প জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এই উদ্যোগকে স্বাগতও জানান।
এর পরে আজও ইস্রায়েলের এই হামলায় নিন্দিত ওই দেশ।

ছবি: প্রতীকী

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*