রোজদিন ডেস্ক, কলকাতা:- কলকাতা শহরের বুকে পুলিশকর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। আলিপুর বডি গার্ড লাইনে ওই পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বেশ কিছুদিন ধরে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে সূত্রের খবর। বুধবার বিকেলের পরে তাঁর দেহের খোঁজ মেলে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই ব্যক্তি ‘আত্মঘাতী’ হয়েছেন। মৃত ব্যক্তির নাম সুখলাল মুর্মু।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই পুলিশ কর্মী তৃতীয় ব্যাটেলিয়নে নিযুক্ত ছিলেন। তাঁর বাড়ি পুরুলিয়া জেলার মানবাজারের পেদ্দা হরিপুর গ্রামে। গত ২৬ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। ২৮ তারিখ লিখিত অভিযোগও দায়ের করা হয়। বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ চলছিল। কিন্তু কোনও সন্ধান মেলেনি। এদিন দুপুরে আলিপুর বডিগার্ড লাইনের চারতলার সিঁড়ির জানলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। ময়না-তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে।

Be the first to comment