নারী দিবসে মহিলা ক্রীড়া সাংবাদিকদের সম্মান জানালো সিএসজেসি

Spread the love

পিয়ালী :- ” বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর”..বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামএর এই দুটি লাইন আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। আজ ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। প্রথমে ক্লারা জেটকিন পরে মহিলাদের সমান অধিকার এবং সমান পারিশ্রমিকের দাবিতে অনেকের আন্দোলনকে শ্রদ্ধা জানিয়ে এই দিনটি পালিত হয় প্রতি বছর। অবশ্য আলাদা করে নারী দিবস পালন করা উচিত কিনা এই নিয়ে বিতর্ক আছে, অনেকের মতে প্রত্যেকটি দিনই হলো নারী দিবস। ঘরে অথবা বাইরে নারীরা লড়াই করে চলেন প্রতিদিন প্রতি মুহূর্তে। আবার অনেকে মনে করেন ‘অর্ধেক আকাশ ‘ নারীদের জন্যে একটা দিন নির্দিষ্ট হলে ক্ষতি কি? এই বিতর্ক আজও উঠলো ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের অনুষ্ঠানে। তবে সব বিতর্ক ছাপিয়ে গেলো তাদের সুন্দর সংবর্ধনা অনুষ্ঠানে। তাঁরা মহিলা ক্রীড়া সাংবাদিকদের এই দিনে সম্মান জ্ঞাপন করলেন। আন্তর্জাতিক থেকে জাতীয় থেকে আঞ্চলিক ক্রীড়া সাংবাদিকতা জগতের ২৪ জন সিনিয়র থেকে জুনিয়ার সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হলো। এদের কেউ কেউ ক্রীড়া বিভাগীয় প্রধান, কেউবা মাইক হাতে (বুম) মাঠের এপ্রান্ত থেকে ওই প্রান্ত লাফিয়ে বেড়ান, কেউবা নিজেরই একটা ডিজিটাল চ্যানেল না ওয়েব পোর্টালের দায়িত্ব পালন করেন। এদিন পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসেছিলেন ক্রীড়া জগতের দুই উজ্জ্বল নক্ষত্র শান্তি মল্লিক( অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবলার ) ও সোমা বিশ্বাস( দুইবার এশিয়ান গেমসে র পদক পাওয়া অ্যাথলিট। ব্যবস্থাপনায় ক্লাবের সভাপতি সুভেন রাহা, সচিব অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়, ও কোষাধ্যক্ষ অরিন্দম বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার যোগ্য। তবে যাদের সহযোগিতায় এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হলো তাঁরা হলেন ব্রাদার ইন্ডিয়া ইন্টারন্যাশনালের দুই কর্ণধার সরোজ শাসমল ও সৌভিক মজুমদার। শুধু কলকাতার মাঠ ময়দান নয় দেশ-বিদেশ ঘুরে মহিলা সাংবাদিকরা তাঁদের অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করেছেন। এদিনের অনুষ্ঠানের পরোতে পরোতে তাঁদের প্রতি যে সম্মান দেওয়া হল তা অত্যন্ত অভিনন্দন এর যোগ্য।

যাঁদের সম্মানিত করা হল:

ইলোরা সেন, কৃষ্ণা রায়, মধুমিতা চক্রবর্তী, সুস্মিতা গঙ্গোপাধ্যায়, শিখা দেব, অদিতি সাহা, রুবি সরকার, সঙ্গীতা দে, সুচরিতা সেন চৌধুরী, সুতপা ভৌমিক, সম্পূর্ণা চক্রবর্তী, বিজয়া নাগ, প্রত্যুষা মুখোপাধ্যায়, তানিয়া রায়, আশা কৈরি, মৌতান ঘোষাল, দেবলীনা দত্ত দে, সহেলী চক্রবর্তী, তানিয়া রক্ষিত, সঙ্ঘমিত্রা চক্রবর্তী, ঋতিকা চক্রবর্তী, প্রীতি সাহা, পিয়ালী বন্দ্যোপাধ্যায় ও মৌমিতা গোস্বামী চক্রবর্তী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*