বেসরকারি স্কুলে বেলাগাম ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে বিল আনছে রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বেসরকারি স্কুলগুলি নিয়ে নানা অভিযোগের কথা মাথায় রেখে এবার ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। স্কুলগুলিকে নিয়ন্ত্রণে আনতে বিধানসভায় আনা হচ্ছে নয়া আইন। একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

সাম্প্রতিক সময় হামেশাই অভিযোগ ওঠে যে, বেসরকারি স্কুলগুলো ইচ্ছেমতো ফি নিচ্ছে। গত কয়েক বছরে বিভিন্ন বেসরকারি স্কুলে বারবার অস্বাভাবিক মাত্রায় ফি বৃদ্ধির অভিযোগ করেছেন অভিভাবকেরা। স্কুলের গেটের বিক্ষোভের খবর নবান্ন পর্যন্তও পৌঁছেছে। এবার এই বিষয়ে কড়া হতে চলল রাজ্য সরকার।
মঙ্গলবার রাজ্য প্রশাসনের তরফ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিলেন, এবার এই নিয়ে রাজ্য বিধানসভায় আইন আনতে চলেছে রাজ্য সরকার। আইনের মাধ্যমে হাসপাতালকে নিয়ন্ত্রণের জন্য যেভাবে কমিশন করা হয়েছে, একইভাবে বিদ্যালয়গুলিকে নিয়ন্ত্রণ করার জন্যও কমিশন করা হবে।
মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন। এই দিন প্রশ্নোত্তর পর্বে বিরোধী বিধায়কের তোলা প্রশ্নের জবাব দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু জানান, বেসরকারি স্কুলের ফি বৃদ্ধির বিষয়টি তাঁদেরও নজরে রয়েছে। তাঁর কথায়, “সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্কুল থেকে শুধু ফি বৃদ্ধি নয়, অভিভাবকদের উপর চাপ, কাঁচ ভেঙে পড়া-সহ একের পর এক অভিযোগ উঠেছে। আমরা এই নিয়ে একটি কমিশন গঠন করতে চলেছি। মূলত এই কমিশন সামগ্রিক বিষয়গুলো খতিয়ে দেখবে। শীঘ্রই বিধানসভায় এই সংক্রান্ত একটি বিল নিয়ে আসা হবে।”
এদিন শিক্ষামন্ত্রী আরও জানান, এই মুহূর্তে এই সংক্রান্ত একটি ট্রাইবুনাল রয়েছে। কিন্তু তাতেও সমস্যা রয়েই যাচ্ছে। আর সেই কারণেই একটি বিল নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার। এদিন তিনি রাজ্যের বিরোধী দলের বিধায়কদের উদ্দেশে বলেন, সরকারের এই সাধু উদ্যোগ যেন রাজভবনে গিয়ে আটকে না পড়ে। অতীতে দেখা গিয়েছে, বহু বিল রাজভবনে যাওয়ার পর তা কার্যত হিমঘরে চলে যায়। এক্ষেত্রে যেন তেমনটা না হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*