স্বাধীনতা সংগ্রামীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা; বিশ্ববিদ্যালয়ের শব্দচয়নের বিরুদ্ধে সরব শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ’-সহ শিক্ষক-ছাত্র মহল

Spread the love

রোজদিন ডেস্ক,কলকাতা :- বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ষষ্ঠ সেমেস্টারের ইতিহাসের পরীক্ষার প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দেওয়া নিয়ে জোর বিতর্ক ছড়াল পশ্চিম মেদিনীপুর তথা রাজ্যজুড়ে।

‘শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ’-সহ একাধিক শিক্ষক, শিক্ষার্থী এবং ঐতিহাসিক মহল এই শব্দচয়নের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁদের অভিযোগ, যাঁরা ভারতের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের ‘সন্ত্রাসবাদী’ বলা চরম অপমান। এই ভুল শুধুই ভাষার নয়, ইতিহাসের বিকৃতি বলেই মত তাঁদের।

প্রশ্নপত্রের ১২ নম্বর প্রশ্নে লেখা হয়েছে, “মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম কর, যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন।” এই প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক ও তীব্র প্রতিবাদ।

শিক্ষামহল মনে করছেন, প্রশ্নে যাঁদের উল্লেখ করা হয়েছে তাঁরা ব্রিটিশ আমলে মেদিনীপুরের তিন জেলা ম্যাজিস্ট্রেট — ‌বার্জ (১৯৩৩), পেডি (১৯৩১) এবং ডগলাস (১৯৩২)। এই তিনজনকে হত্যা করেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা। পেডিকে হত্যা করেন বিপ্লবী বিমল দাশগুপ্ত এবং জ্যোতিজীবন ঘোষ। ডগলাসকে হত্যা করেন প্রভাংশুশেখর পাল ও প্রদ্যোৎকুমার ভট্টাচার্য। বার্জকে হত্যা করেন অনাথবন্ধু পাঁজা, মৃগেন্দ্রনাথ দত্ত, রামকৃষ্ণ রায়, নির্মলজীবন ঘোষ ও ব্রজকিশোর চক্রবর্তী। এঁদের সকলেই শহিদ হয়েছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*