রোজদিন ডেস্ক : রাজ্যে এসআইআরের কাজে কর্মহীনদের স্থায়ীভাবে নিয়োগের দাবি উঠলো। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই প্রস্তাব দেন। জানান, রাজ্যে ৯৪ হাজার বুথ। এর ৯০% এর বেশি বুথেই শিক্ষকরা বিএলও। এসআইআরের কাজে তাঁদের যুক্ত করলে বিদ্যালয়গুলিতে পড়াশোনা ব্যাহত হবে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন। নির্বাচন কমিশন এই কাজে কর্মহীনদের স্থায়ীভাবে নিয়োগ করুক বলে তিনি প্রস্তাব দেন।
পড়ুয়াদের শিক্ষার অধিকার থেকে কোন ভাবেই বঞ্চিত করা উচিত না বলে তিনি মনে করেন।
কিংকর অধিকারী আরও বলেন, এস আই আরের কাজে সব বিএলওদের নিরাপত্তা ব্যবস্থা করা দরকার।
অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী পৃথকভাবে নির্বাচন কর্মীদের যথাযথ সুরক্ষা র দাবি করেন। তিনি জানান, মৃত ভোটারদের নাম কেন ভোটার তালিকায় থাকবে!! আর নাগরিকত্ব প্রমাণের দায় নির্বাচন কমিশনের নয়। তা দেখার কথা স্বরাষ্ট্র দফতরের।
ভোটার তালিকা স্বচ্ছ, নিরপেক্ষ ও নির্ভুল হওয়া উচিত। এই সব নিয়ে আগামী ২৯ অক্টোবর বামফ্রন্ট রাজ্য নির্বাচন দফতরে স্মারকলিপি দেবেন।
রাজ্যে ধর্ষণ সহ একাধিক দুষ্কর্ম্মে শাসক দলের সমর্থকদের নাম জড়ানো প্রসঙ্গে সুজন চক্রবর্তী নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষে বিঁধে বলেন, এই সব অপরাধীরা বুঝে গেছে কালিঘাট তাদের আশ্রয়ের জায়গা। এই ছাড়া তৃণমূলের ঘরে থেকে বিজেপি করা যায় বলেও তিনি মন্তব্য করেন।

Be the first to comment